স্বাস্থ্যের নথি গায়েব: ৬ কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে সিআইডি
বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২১, ১৩:২৯
সচিবালয়ে ক্রাইম সিনের সদস্যরা (ছবি: সংগৃহীত)
সচিবালয়ে ক্রাইম সিনের সদস্যরা (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা বিভাগের ১৭টি ফাইল গায়েব হয়ে যাওয়ার ঘটনায় বিভাগটির তৃতীয় এবং চতুর্থ শ্রেণির ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে সিআইডি। আজ রবিবার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে সচিবালয় থেকে তাদের নিয়ে যাওয়া হয়।
এদিকে এ ঘটনায় সচিবালয়ে তদন্ত শুরু করেছে সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। তদন্তের জন্য সচিবালয়ে এসেছিলেন সিআইডির বিশেষ সুপার মো. কামরুজ্জামান।
তিনি জানান, যেহেতু একটা জিডি হয়েছে। সেটার বিষয়ে প্রাথমিক তদন্তের জন্য খোঁজখবর নিতে আমরা এসেছি। কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে।
Tajendra Tripura
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟