কপ২৬: ধরিত্রীর সুরক্ষায় বসছেন বিশ্ব নেতারা
বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০২১, ১২:০৪
কপ২৬: ধরিত্রীর সুরক্ষায় বসছেন বিশ্ব নেতারা
কপ২৬: ধরিত্রীর সুরক্ষায় বসছেন বিশ্ব নেতারা
ধরিত্রীর সুরক্ষায় করণীয় নিয়ে আজ রবিবার স্কটল্যান্ডের গ্লাসগোতে বসছে ঐতিহাসিক জলবায়ু সম্মেলন (কপ-২৬)। ২০৩০ সালের মধ্যে কীভাবে কার্বন নিঃসরণ কমিয়ে আনা যায় এমন পরিকল্পনা নিয়ে বিশ্বের দুইশ’ দেশের প্রতিনিধি গ্লাসগোতে জড়ো হচ্ছেন। বিশ্বকে সুরক্ষায় এই সম্মেলনের সাফল্যের ওপর অনেকটাই নির্ভর করছে বিপর্যয় থেকে পৃথিবীকে বাঁচানোর প্রচেষ্টা কতটা কাজ করবে।
কয়েকটি দেশর রাষ্ট্রপ্রধান বর্তমানে রোমে রয়েছেন। জি-২০ সম্মেলন শেষ করে রবিবার সন্ধ্যায় ২৬তম জলবায়ু সম্মেলনে যোগ দেবেন তারা। সম্মেলনের প্রথমদিন বক্তব্য রাখবেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এবং মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ। জলবায়ুর পরিবর্তনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে মালদ্বীপের নিম্নাঞ্চলীয় দ্বীপগুলো চরম হুমকির মুখে। এমন পরিস্থিতিতে চলতে থাকলে মালদ্বীপ মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে বলে সতর্ক করে আসছেন বিশেষজ্ঞরা। এই সংকট উত্তরণে বিষয়টি তুলে ধরবেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ।
বন্যা, খরা ও দাবানলের মতো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতির জন্য সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে উন্নয়নশীল দেশগুলো। অথচ এই দেশগুলোর মাথাপিছু কার্বন নিঃসরণ উন্নত দেশগুলোর চেয়ে অনেক কম। জলবায়ু পরিবর্তনের ফলে তাদেরই সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে। ফলে গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে কম ধনী এবং ছোট দেশগুলোর চাহিদার বিষয়ে একটি সমাধানে পৌঁছানো জরুরি।
Tajendra Tripura
删除评论
您确定要删除此评论吗?