বার্মাত চাঙমা ভাচ্ছো লেঘা শিঘানা এচ্যেত্তুন ধুরি ফাং অল।
এচ্যে পার্বত্য চট্টগ্রামত দুগর মাচ আরগানি অয়ে। ১৯৮৩ সালত এ মাঝর ১০ তারিগত জুম্ম জাদর পাত্থলি মহান নেতা এম.এন. লারমা দেঝে বিদেঝে কু-পাক গরিয়্যা পাগত পরি জুম্ম জাদর চের কুচক্রি গিরি-প্রকাশ-দেবেন-পলাশদাঘি গুলি গরি মারে ফেলেদোন।
মাত্তর! আমা কায় দেঝত, বার্মা সরকারে চাঙমা লেঘা শিঘানা ফাং গচ্ছে। যুনি বাংলাদেঝত ১৯৯৭ সালত যে পার্বত্য চুক্তিত লেঘা থায় যার যার মা ভাচ্চোই লেঘা শিঘিবার, দ্বি’যুক পরও তার কন ভালেদি লক্ষণ নেই।
২০১০ সালত জাতীয় শিক্ষা নীতিমালা কোই কয়, দেঝর আদিবাসী পুঅ/ঝিউনরে যার যার মা-ভাচ্ছো লেঘা শেঘানা। এচ্যে ১১ বঝর ভিদি যার তার কন’ ভালেদি লক্ষণ নেই। তবে ইয়ান সত্য লাখ লাখ তেঙা খরচ গরি প্রাক-৩য় শ্রেণি সং দেঝর পাচ্চো আদিবাসী মা ভাঝর বই পিয়োন।
সভি/তথ্য: জ্যোতিপালা ভান্তে টাইম লাইনত্তুন।

Selim Reza
コメントを削除
このコメントを削除してもよろしいですか?