দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বিএফটিআই কোর্স চালু করবে
ঢাকা, ৩১ অক্টোবর, ২০২১ (বাসস) : দেশে যুগোপযোগি দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাথে আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসার উপর একাডেমিক কোর্স চালু করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
চুক্তির আওতায় প্রতিষ্ঠান দু’টি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও মাস্টার্স প্রোগ্রাম, সার্টিফিকেট প্রোগ্রাম এবং ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের মতো শিক্ষামূলক কোর্সসমূহ যৌথভাবে পরিচালনা করবে। বিএফটিআইয়ের পক্ষে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্ষ প্রফেসর ড. ভিনসেন্ট চ্যাং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। এছাড়া অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারপার্সন তামারা হাসান আবেদ উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দেশে দক্ষ জনশক্তির অভাব থাকায় বিদেশ থেকে জনশক্তি এনে চাহিদা পূরণ করতে হচ্ছে। এতে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। তবে দক্ষ জনশক্তি তৈরিতে বিএফটিআইয়ের উদ্যোগ আশার আলো দেখাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ এবং এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নেয়া হচ্ছে । তিনি ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে বাণিজ্যে দক্ষ মানবসম্পদ তৈরির বিষয়ে গুরুত্বারোপ করেন।
বাণিজ্যমন্ত্রী বিএফটিআই এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দক্ষ জনশক্তি গড়ে তুলতে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বিএফটিআইকে বাণিজ্য মন্ত্রণালয়ের সেন্টার অফ এক্সিলেন্স অন ট্রেড অ্যান্ড কমার্স এবং একটি থিঙ্ক-ট্যাঙ্ক হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসায় প্রস্তাবিত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বাণিজ্য পেশাজীবীদের আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসার ব্যবহারিক দিকগুলোতে জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএফটিআইয়ের ত্রৈমাসিক নিউজলেটারের (ট্রেড ফর চেঞ্জ) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।