একদা একটি গাধা লবণের বোঝা তার পিঠে বয়ে নিয়ে যাচ্ছিল। লবণের বোঝা গাধার পিঠের সাথে শক্ত করে বাঁধা ছিল। বোঝাটি ছিল এতভারী যে তার খুবই কষ্ট হচ্ছিল। গাধা বোঝা নিয়ে যাবার সময় একটা নদী দেখতে পেল। পিপাসায় কাতর গাধা নদীর তীরে গিয়ে পানি খেতে চাইল।
পানি খেতে গিয়ে সে নদীতে পড়ে গেল। পানির সংস্পর্শে এসে লবণের বোঝাটি একেবারে পানির মত হালকা হয়ে গেল। সে তো মহাখুশী।
ভাবল বিরাট এক আবিষ্কার করে ফেলেছে সে। নদী পার হতে গিয়ে পানিতে বসে পড়লেই যে বোঝা হালকা হয়ে যায়- এ কথা ভেবে আনন্দে সে উদ্বেলিত হয়ে পড়ে।
Read more https://www.anuperona.com/merc....hant-and-donkey/?swc
처럼
논평
공유하다
Dhrubo Mitra
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?