বাইরে বসন্ত। এই ঢাকা নগরীতে কংক্রিটের জঞ্জালের ফাঁকফোকরে যে কটা গাছ আজও আছে, তাতে দেখা যাচ্ছে নতুন সবুজ পাতা। মাঝেমধ্যে চৈতি হাওয়াও বইছে, ঝাপটে দিচ্ছে জানালার কপাট। আকাশ কী ঘন নীল! গরমটাও আজ খানিক কম। কাল রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে।
ঢাকার বাতাসে আজ ধূলি-ধোঁয়াও বেশ কম।
জানালার ধারে দাঁড়িয়ে আছে পুষ্পিতা।
Read more https://www.anuperona.com/today-puspita-is-upset/
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন