মতলব চাচা ছাগল পালেন। একদিন চাচা দুপুরে গোসল করে কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। সবে মাত্র ঘুমের ভাব আসছে এমন সময় মতলব চাচার স্ত্রী এসে বলল, এই যে শুনছো তোমার বড় খাসিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কথা শুনে মতলব চাচা উঠে দৌড় দিল। বারান্দায় এসে খেয়াল করল লুঙ্গি নাই। সামনেই বারান্দার দেওয়ালে স্বামী স্ত্রীর যোগল ছবি একটি ফ্রেমে বাঁধানো ছিল।সেই ফ্রেমটাই কোমরের কাছে ধরে লজ্জাস্থান ঢেকে বাহিরে দৌড় দিল। যার সাথে দেখা হয় তাকেই বলে “আপনি কি আমার বড় খাসিটি দেখেছেন”? “আপনি কি আমার বড় খাসিটি দেখেছেন” এ কথা বলছেন আর দৌড়াচ্ছেন।
Read more https://www.anuperona.com/motlob-chacha/
پسند
تبصرہ
بانٹیں