একবার মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা এক লোককে পথের ওপর খুব বিমর্ষ হয়ে বসে থাকতে দেখল। কি হয়েছে জিজ্ঞেস করতেই লোকটি বলল, তার অনেক ধন-সম্পত্তি। খাওয়া- পরা নিয়ে কোনো ভাবনা নেই। কিন্তু তার কিছুই ভালো লাগে না।
জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। ঘর- বাড়ী, স্ত্রী-সন্তান কোনোকিছুই আর তাকে আকর্ষণ করে না। এ অস্থিরতা সইতে না পেরে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে সে।
হোজ্জা মনোযোগ দিয়ে তার কথা শুনলেন। হঠাৎ কিছু না বলেই পাশে রাখা লোকটির কাপড়ের ব্যাগটি নিয়ে দিলেন দৌড় এবং নিমেষেই হাওয়া হয়ে গেলেন।
Read more https://www.anuperona.com/mull....a-nasiruddin-miserab
إعجاب
علق
شارك
Tajendra Tripura
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟