তরী রিক্সা ছেড়ে দিয়ে ফুটপাত দিয়ে হাঁটছিলো। আর একটু সামনেই ওদের বাড়ি। অন্য কেউ হলে, হয়ত এখানে খামোখা রিক্সা ছেড়ে দিতো না। আজ সারাটা দিন তরীর খুব ভাল কেটেছে। ঠিক যেমনটা সে চেয়েছিলো। তরী বজলুর রহমান সাহেবের একমাত্র মেয়ে। তরীর বয়স যখন মাত্র পাঁচ, তরীর মা আদর রহমান এই ভুবনের মায়া ছেড়ে পাড়ি জমালেন মেঘেদের দেশে। মা – বাবা দুজনের আদর দিয়ে বজলুর রহমান সাহেব মেয়েকে বড় করেছেন। কিছু সময়ে পেরেছেন আবার, কোন কোন ক্ষেত্রে হয়ত পুরোপুরি পারেন নি। একজন বাবা কি সত্যিই পারে, মায়ের শূণ্যতা পূরণ করতে ?!
Read more https://www.anuperona.com/a-pi....ece-of-pride/?swcfpc
Suka
Komentar
Membagikan
Selim Reza
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?