আমাদের জীবনে প্রতিটা মূহুর্তে নিজের সাথে নিজেই মিথ্যা অভিনয় করে যেতে হয়। প্রতিটা মূহুর্তে ভালো থাকার নটক করে যেতে হয়...!!!
একটা মানুষ ভালো আছি নামক মিথ্যা কথাটা বলার জন্য কত বার দীর্ঘশ্বাস ছাড়ে তার ওজন কতটা বেশি আপনি ভাবতেই পারবেন না...!!!
তবে একটা কথা কি জানেন... আপনার জীবনে কোন না কোন দিন কাউকে ভালো আছি বলতে আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হবে....!!!
সবচেয়ে খারাপ অভিনয় কোনটি জানেন,,,??
যখন ভিতরে সব দুমরে মুচড়ে সব ভাঙার আওয়াজ শোনা যাচ্ছে, মনকে হাজার বোঝানোর পর‌ও কান্না পাচ্ছে, তখনই মনকে বোঝানো হচ্ছে, সব ঠিক আছে সব ঠিক হয়ে যাবে, কিন্তু নিজের চোখে নিজের অসহায়ত্ব ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে...!!!
তারপর সবার চোখকে ফাঁকি দিতে আমাদের যে অভিনয় সেটা সম্ভবত সবচেয়ে খারাপ অভিনয়!!
এ অভিনয়ে মুখ দেখায় সব ঠিক আছে, কিন্তু হৃদয়টা ভেঙে তছনছ হয়ে যায়...!!!🖤🥀

image
This page has been loaded 32208 times.