আল্লাহর রহমত যখন ঝরে পড়ে, তখন তা বৃষ্টি হয়ে পৃথিবীকে শীতল করে, আর অন্তরকে প্রশান্তি দেয়। বৃষ্টি মানে শুধু জলধারা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক অপার রহমত, যা হৃদয়ের খোরাক হয়ে নামে। বৃষ্টির প্রতিটি ফোঁটা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, আল্লাহ আমাদের জন্য রহমত ও দয়া বর্ষণ করেন।

Aimer
Commentaire
Partagez