'রিক্সাওয়ালা জানালেন আজ পাঁচ কেজি চাল, দু’কেজি ডালের একটা ত্রাণ প্যাক পেয়েছিলেন, তিনি তা নেন নি।
কেনো নেন নি?
শোনেন ঘরে আমার এখনো দশ কেজি আছে, বাপ-বেটির আরো দশ দিন যাবে। আমি যদি নেই তো যার ঘরে নাই তার কী হবে!
এমন বিবেকবান রিক্সাওয়ালা!
হ্যাঁ!
তার কারণ তিনি স্ব-শিক্ষিত! তার একমাত্র কন্যা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে বিসিএস লিখিত পরীক্ষা দিচ্ছে। মেয়ের বয়স যখন ৬/৭ তখন তার স্ত্রী মারা যায়। মেয়েকে বুকে আগলে রেখে মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছেন। মেয়ের অমর্যাদা হবে ভেবে উত্তরা থেকে এসে তেজগাঁও-মগবাজার এলাকায় রিক্সা চালান। এখনো নিজে রান্না করে মেয়েকে খাইয়ে কাজের জন্য চলে আসেন।
এমন বাবার প্রতি শ্রদ্ধা তো রাখাই যায়!
কাজ ছোট হলেই মানুষ ছোট হয় না!!
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 😭
শুক্রবার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ সহ অনেকে শহীদ হয়েছেন। 😭
কাপুরুষের এই পৃথিবীতে আপনার এই মহান মৃত্যু অমর হয়ে থাকবে।
এই সময় আপনার অনাকাঙ্ক্ষিত মৃত্যু কাম্য নয়।😰
মহান আল্লাহ আপনাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন🤲
মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল ভারতের মহারাষ্ট্র। সম্প্রতি, ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যটির হিন্দু ধর্মের এক প্রচারক। তাতে, সমর্থন জানায় রাজ্য বিজেপি'র এক বিধায়ক। এ নিয়ে, ক্ষোভে ফুঁসে ওঠেন সেখানকার মুসলিমরা। দেয়া হয় বিক্ষোভের ডাক। প্রতিবাদে মুম্বাই অভিমুখে লংমার্চ করছে হাজার হাজার মুসলিম।
#long_march_to_mumbai