Sirazum Munir Toaha
Sirazum Munir Toaha

Sirazum Munir Toaha

@smtbdofficialpage

আজ সকালে এই পোস্ট টা গ্রুপ দেখে মনটা খারাপ হয়ে গেছে, আমাদের মাঝে অনেক আপু ভাইয়া আছে যাদের পারিবারিক বোঝাপড়া হয় না, তাও তারা বলে থাকেন বাচ্চার জন্য সংসার করছি কিন্তু আসলেই কি বাচ্চা ভালো আছে এই পরিবারে।

সবাই বাচ্চাটার জন্যে দোয়া করবেন, পোস্ট টা শেয়ার করে দিবেন, হতে পারে আপনার শেয়ার করার জন্যে বাচ্চা টা খুজে পাওয়া যাবে।

"পারিবারিক অশান্তি সন্তানের ভবিষ্যৎ কোথায় নিয়ে যায়! বাবা-মার দাম্পত্য কলহ শিশুর কোমল হৃদয়ে কতটা দাগ কাটে তা ভাবুন একবার। পরিবার একটা শিশুর প্রথম স্কুল। শিশুকে ভালো আচরণ শিখাতে তার সামনে অন্যের সাথে ভালো ব্যবহার করুন।

বি.দ্র. পোস্টে একটি শিশুর ছবি সংযুক্ত করা হয়েছে। শিশুটি বাবা-মায়ের সাথে অভিমান করে গতকাল কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেছে। কেউ তার সন্ধান জানলে নিম্নলিখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা গেল।

image
image

সামাজিক মাধ্যমে ছবিগুলো ভাইরাল হয়েছে। সম্ভবত পাকিস্তানের কোন এক তরুন যুগরের বিয়ের ছবি। বিয়েটা ধর্মীয় এবং সামাজিক নিয়ম মেনে উভয় পরিবারের সম্মতিতেই হয়েছে। কিন্তু কথায় আছে না যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই।

যাইহোক, শাহাবাগী এবং সেকুলারদের চুলকানি শুরু হয়েছে কারন এটা নাকি বাল্যবিবাহ প্রমোট করছে।

টিপিক্যালি মেয়েদের পিউবার্টি শুরু হয় ৮ থেকে ১৩ বছর বয়সের মধ্যে এবং ছেলেদের ৯ থেকে ১৪ বছর বয়সের মধ্যে। পিউবার্টি নির্ধারন করে শারীরিক সক্ষমতা মানে এডাল্টহুট। টিনএজ, এডাল্ট মানে ১৮ বা ২১ এগুলো আল্ট্রা মর্ডার্ণ ধারনা।

যেটা শুরু হইছে পশ্চিমে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, আরও নির্দিষ্ট করে বললে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনের পর। ইসলাম নির্দিষ্টভাবে বয়স নির্ধারন করে দেয় নাই কারন পিউবার্টি পারসন টু পারসন ভেদে দুই এক বছর আগে পিছে হতে পারে।

ইসলামে শর্ত তিনটি শারীরিক ভাবে সক্ষম (পিউবার্টি) হতে হবে, মানসিক ভাবে সক্ষম হতে হবে এবং সামাজিকভাবে গ্রহণযোগ্যতা থাকতে হবে। এছাড়া মেডিকেল সাইন্স বলছে বেশি বয়সে সন্তান হবার চান্স কমে যায় মানে ফার্টিলিটি রেট কমে এছাড়া গর্ভের শিশুর বিকলাঙ্গ ও অটিস্টিক হওয়ার রিক্স বেড়ে যায়।

এবার দেখেন যেটা ভালো বোঝেন।

image
image

ছবির আপুটি ৩৩ তম বিসিএস ক্যাডার। পাশে বসা ওনার হাসব্যান্ড পারেননি স্কুলের গন্ডিটা পার করতে। বোনটি এসএসসি পাশ করার আগেই ভাইটির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন।

সেই থেকে ভাইটি তার পড়ালেখার দায়িত্ব নেন। পাড়া পড়শির সমালোচনা তো আছেই, বউকে পড়ায় কেন?অন্য ছেলের সাথে চলে যাবে।

স্কুল কলেজের গন্ডি পেড়িয়ে ভর্তি হোন ঢাবিতে। এরপর প্রাইমারীতে সহকারীতে চাকরি পায়। তারপর প্রাইমারী প্রধান শিক্ষক। অবশেষে স্বপ্নের সোনার হরিণ "বিসিএস। বর্তমানে একটা সরকারী কলেজে কর্মরত।

এই যে এত সংগ্রাম, সফলতা, সব প্রকৃত ভালোবাসা ও দুজনের বিশ্বাসের ফলাফল। সমাজের চলিত রীতিকে বুড়ো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো- সৎ ইচ্ছা আর উত্তম চরিত্রবানরা কখনো তাদের ছন্দ হারায় না ❤

image

বছরের সব থেকে বড় দিন আজ। 🤨
তাই ত দিন শেষ হয় না.....

মেয়েদের মন বুঝার বইটা কিনে আনলাম।
নদী, নীল রঙের ঝগড়া, রং চা, মেঠো পথ,শামুকের মতো গুটিয়ে যাওয়া,
জীবনানন্দ দাশের রচনাসমগ্র, দেবদাস, নীড়পাতায় চ্যাংব্যাং পাখির
সংসার, এ রকম কিছু পৃষ্ঠা পড়া শেষ।

বাকি পৃষ্ঠা পড়তে পড়তে হয়তো মারা যাবো।
এখনই চুল শুভ্র হয়ে গেছে।
স্মৃতি শক্তি অপ্রতিরোধ্য গতিতে ডেমেজ হচ্ছে।

কিন্তু পৃথিবীর কেউ না কেউ বাকি পৃষ্ঠা পড়তে আসবে।
শেষ হবে না কোন দিন এই খেয়াঘাট।

image

যারা মাথা নত করে, তারা ইতিহাসে হারিয়ে যায়
আর যারা সংগ্রাম করে তারা চিরকাল বেঁচে থাকে মানুষের হৃদয়ে।‌‌ ইরানকে আয়েশা গাদ্দাফি
লিবিয়ার প্রয়াত নেতা কর্ণেল মুয়াম্মার গাদ্দাফির কন্যা আয়েশা গাদ্দাফি ইরানের জনগণের প্রতি এক আবেগময় আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন,
“ওহে ইরানের গর্বিত ও সংগ্রামী জনগণ!
আমি এমন একজন নারী, যার দেশ ধ্বংস হয়েছে শত্রুর হাতে নয়, বরং পশ্চিমাদের মিষ্টি কথার ফাঁদে। তারা আমার বাবাকে বলেছিল, ‘পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করো, বিশ্ব তোমার জন্য খুলে যাবে।’
আমার বাবা বিশ্বাস করে ছিলেন, কিন্তু ফলাফল ছিল বেদনাদায়ক—ন্যাটোর বোমায় লিবিয়া ছারখার হয়ে গেল। আমরা হারালাম স্বাধীনতা, সম্মান আর ঘরবাড়ি।

ইরানের ভাই ও বোনেরা!
তোমাদের দৃঢ়তা, নিষ্ঠা ও আত্মমর্যাদা এই উপমহাদেশে এক উজ্জ্বল দৃষ্টান্ত। যারা মাথা নত করে, তারা ইতিহাসে হারিয়ে যায়; আর যারা সংগ্রাম করে, তারা চিরকাল বেঁচে থাকে মানুষের হৃদয়ে।

আত্মসমর্পণ নয়, প্রতিরোধই জাতির গৌরব। পশ্চিমাদের প্রতিশ্রুতি যতই মধুর হোক না কেন, তারা শেষমেশ ধ্বংসই ডেকে আনে।

image