বিলুর স্বভাব হচ্ছে সকালবেলা ঘর থেকে বেরিয়ে প্রথমেই আকাশের দিকে তাকানাে। আজও তাকাল। তাকিয়ে খারাপ মন আরও খারাপ হয়ে গেল। একই অবস্থা আকাশের।
নিঝুম দ্বীপের আকাশ গতকাল থেকে মেঘলা। একে বর্ষাকাল তার ওপর চলছে তিন নম্বর বিপদ সংকেত। অবিরাম হুংকার করছে সমুদ্র। সমুদ্রের হাওয়া আর ঢেউ মিলে তুলকালাম চলছে। বৃষ্টিটা আছেই। ঝিরঝির করে ঝরছে। জেলে নৌকা আর মাছ ধরার ট্রলারের ভঙ্গিতে আকাশে ভাসছে মেঘ। সকাল হয়েছে অনেক আগে তাও আলাে তেমন ফোটেনি। আবছা অন্ধকারমতাে চারদিক। লােকজনের সাড়াশব্দ নেই। নামের মতােই নিঝুম হয়ে আছে পুরাে দ্বীপ।
Read more https://www.anuperona.com/boy-from-nijhum-island/
Like
Comment
Share