মাঝে মাঝে ভালো খাবার খাওয়ার শখ কার না জাগে? কিন্তু চাচার সেই শখ পূরণ করার কেউ নেই এই বৃদ্ধ বয়সে। ছেলেদের সংসার কোনমতে চলে, বাবার খোজ নেয়ার খুব একটা সময় নেই। গ্রামের মানুষজনের দেয়া ভাত তরকারি দিয়েই দিন পার করতে হয় বৃদ্ধ চাচার। ভাত-শাক যা লোকে দেয় তাতেই তিনি খুশী।
চাচার জন্য আজকের আম জনতার হোটেল থেকে আমরা চেষ্টা করেছি ভালো কিছু খাবারের ব্যবস্থা করার। খাবার পেয়ে চাচা খুশী হয়েছেন, এই অমলিন হাসি চাচার মুখে সর্বদা লেগে থাকুক, সেই চেষ্টাই করে যাবো আমরা।

লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন