রাসূলে আক্*রাম (সাঃ)-এর খেদমতঃ রাসূলে আক্রাম সা.-এর খেদমতের সৌভাগ্যও আবু হুরায়রা রা.-এর
জীবনের একটি আলােকিত ও আলােচিত অধ্যায়। নববী ইলমে সিক্ত হওয়ার পাশাপাশি প্রিয়নবী সা.-এর খেদমত করেও সৌভাগ্য কুড়িয়েছেন তিনি। তার বর্ণনায়-
“যখন রাসূলুল্লাহ সা. ইস্তিঞ্জায় যেতেন, আমি হযরতকে পানি নিয়ে দিতাম। নবী সা, সেই পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন। তারপর পানির অন্য একটি পাত্র নিয়ে যেতাম, তিনি তা (সেই দ্বিতীয় পত্রের পানি) দিয়ে অযু করতেন।”
https://islamibarta24.com/%e0%....a6%95%e0%a6%bf%e0%a6
إعجاب
علق
شارك