বাড়লো তেলের দাম,
ঝড়ছে গায়ের ঘাম।
আমজনতা দিশেহারা,
নেইকো তাদের পিঠের চাম।

গ্যাসের গাড়ী বাড়ায় ভাড়া,
চিল্লায়েও মিলছেনা সাড়া।
চক্ষুসমানেরা হয়েছে অন্ধ,
মরার উপর মারছে খাড়া।

আমজনতা বাঁধো জোট,
দাও সবাই পক্ষে ভোট।
বাঁচতে হলে লড়তে হবে,
দেখাও তোমার বজ্র দাপট।