ভেংগে পড়াটা আমাদের স্বভাব। তবে যে চেষ্টা চালিয়ে যায়, তাকে মানুষ সাহস কম দেয়।

কারণ ঝামেলাহীন জীবন সকলে পছন্দ করে। বিসিএস হলে অনেকে ভাবে সে সমাজে আলোকিত হয়ে গেল।

কিন্তু সমাজে প্রতিটি ক্ষেত্রে উদ্দ্যোক্তা কতটা প্রয়োজন। দেশের জনশক্তি কাজ না পেয়ে বিদেশে পারি দিচ্ছে।

স্বপ্ন যেমন পিছু ছাড়ে না, স্বপ্নকেও অনেকে ছাড়তে পারে না
সকলের দোয়া ও সহযোগিতা চাই।

image