ঝড়বৃষ্টির আগাম পুর্বাভাস পাওয়া যাচ্ছে,যেকোনো সময় মুষলধারে বৃষ্টি নামতে পারে,জোরালো ভাবে বাতাস বইছে, ঠান্ডা-শীতল বাতাস যেন প্রাণ জুড়িয়ে দিচ্ছে! এমন সময় ইচ্ছে করছে ছুটে ছাদে চলে যেতে, বৃষ্টির প্রতিটি ফোটায় যেন বুদ হয়ে থাকতে পারি,কিন্তু হঠাৎ বজ্রপাত চোখ ধাঁধিয়ে দিলো,আর ছাদে যাওয়া হবেনা বেশ বুঝতে পারলাম! কয়েক সেকেন্ডের ব্যবধানে বৃষ্টি নামলো আর কারেন্টও চলে গেল যেন বৃষ্টির সৌন্দর্য বাড়িয়ে তুলতে!

আমি জানালাগুলো বন্ধ করে বেলকুনির দরজা খুলে রাখলাম, আর চার্জার লাইট খুজতে গেলাম, কিন্তু বিধিবাম! কোনোকিছুই খুজে পেলাম না, মোবাইলের চার্জও ১৫% এর নিচে থাকায় আলো জ্বালানো সম্ভব হলোনা! চেয়ার টেনে বেলকুনিতে বসলাম, প্রচন্ড বৃষ্টির তান্ডবে পানির ছিটেফোটায় আমি মোটামুটি ভিজে যাচ্ছি, তবে উঠতে ইচ্ছে করছে না। একটু পরপরই অন্ধকার আকাশ আলোকিত করে বজ্রপাত হচ্ছে,বজ্রপাতের সৌন্দর্য সব আলোকে হার মানায়, আমার ভীষণ পছন্দের এই ঝুম বৃষ্টি সাথে বজ্রপাত, কিন্তু এতে কারো ক্ষতি না হোক!



Read more https://www.anuperona.com/opek....kha-romantic-story/?

ادامه مطلب
রম্য গল্প 'অপেক্ষা' | Anuprerona
Favicon 
www.anuperona.com

রম্য গল্প 'অপেক্ষা' | Anuprerona

ঝড়বৃষ্টির আগাম পুর্বাভাস পাওয়া যাচ্ছে,যেকোনো সময় মুষলধারে বৃষ্টি নামতে পারে, জোরালো ভাবে বাতাস বইছে,ঠান্ডা-শীতল বাতাস যেন প্রাণ জুড়িয়ে দিচ্ছে! এমন সময় ইচ্ছে করছে ছুটে ছাদে চলে যেতে,বৃষ্টির প্রতিটি ফোটায় যেন বুদ হয়ে থাকতে পারি, কিন্তু হঠাৎ বজ্রপাত চোখ