প্রাচীন শোকগাথা: ৭,০০০ বছর আগের মা ও শিশুর শেষ নিদ্রা!

ডেনমার্কের ভেদবেক কবরস্থানে প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করেন এক হৃদয়বিদারক দৃশ্য—এক তরুণী মা ও তার সদ্যোজাত শিশুর অবশিষ্ট দেহাবশেষ। ধারণা করা হয়, প্রায় ৬,০০০ থেকে ৭,০০০ বছর আগে তারা প্রসবের সময় একসঙ্গে প্রাণ হারিয়েছিলেন।

এই আবিষ্কার শুধু প্রত্নতত্ত্ব নয়, মাতৃত্ব, ভালোবাসা এবং মানবতার এক চিরন্তন স্মারক হয়ে দাঁড়িয়েছে।

image