দেশের ৯৯% লোক জোক দেখলে ভয় পায়।কিন্তু জানেন কি এর অনেক উপকারিতা ও আছে।চলুন বিস্তারিত জানি।
জোঁককে ভয় নয়, চিনে নিই ওর উপকারিতা।
বর্ষাকাল চলে আসছে। চলনবিলের মানুষজন এখন বিলের পানিতে নেমে ধান রোয়া, মাছ ধরা, নৌকা চালানো—এসব কাজে ব্যস্ত থাকবেন। আর পানিতে নামলেই আমাদের সবার মাথায় একটা চিন্তা—জোঁক ধরবে না তো!
কিন্তু জানেন কি, এই জোঁক আমাদের শরীরের জন্য অনেকভাবে উপকারী?
I. একটা জোঁক ২ থেকে ১৫ মিলি রক্ত শুষে নিতে পারে। আর সেই সঙ্গে ওর লালার মধ্যে থাকা উপাদান রক্তকে পরিষ্কার রাখতে সাহায্য করে।
II. জোঁকের লালা রক্ত জমাট বাঁধতে দেয় না। এতে শরীরের পচে যাওয়া বা দূষিত রক্ত সহজে বেরিয়ে যায়।
III. রক্ত চলাচল ভালো হয়, নতুন রক্ত সেই জায়গায় আসে, ফলে ক্ষত বা ব্যথা সহজে সারে।
IV. জোঁকের লালায় থাকা কিছু উপাদান রক্তে শর্করার মাত্রাও কমাতে সাহায্য করে—ডায়াবেটিক রোগীদের জন্য এটা উপকারী।
V. এমনকি বাত বা জয়েন্টের ব্যথায়ও কাজ করে জোঁক থেরাপি। ব্যথার জায়গায় জোঁক দিলে রক্ত চলাচল বেড়ে ব্যথা কমে যায়।
⸻
তাই অকারণে ভয় না পেয়ে বরং জোঁককে একটা প্রাকৃতিক চিকিৎসা হিসেবেই দেখুন।