বিশ্ববিখ্যাত দার্শনিক, চিন্তাবিদ এবং সফল মানুষদের কথামৃত আমাদের পথ নির্দেশিকা হিসেবে কাজ করে। তাঁরা তাদের দীর্ঘ জীবনে নানান চড়াই উতরাই, বাক-প্রতিবদ্ধকতা পার করেছেন। সমৃদ্ধ করেছেন নিজেকে, সমাজকে দেশকে। বলা হয়ে থাকে, একটি সুন্দর কথা মহামূল্যবান হীরার থেকেও দামী। হতাশা, গ্লানি, ব্যর্থতা যখন চারপাশ হতে ঘিরে ধরে- তখন আমাদের মনে আশার মশাল জ্বালাতে পারে মূল্যবান কিছু আশা জাগানিয়া কথা, জীবনকে নানান এঙ্গেল থেকে পর্যবেক্ষণ করা বিখ্যাতদের সহজ সরল উক্তিগুলো।
তাদের চিন্তা চেতনাগুলো অনুসরণ করে আমরা আমাদের জীবনে সফলকাম হতে পারি সহজেই।
Read more https://www.anuperona.com/inspirational-quotes/
Giống
Bình luận
Đăng lại