"মানুষ থেকে আসবাব: ইতিহাসের অন্যতম বিকৃত মানসিকতার গল্প"

১৯৫৭ সালের ১৬ নভেম্বর, উইসকনসিন অঙ্গরাজ্যের প্লেইনফিল্ড শহরের একটি নির্জন খামারবাড়ি থেকে বেরিয়ে আসে এক নারকীয় কাহিনি—এড গেইন নামের এক লোকের বাড়ি থেকে এমন সব জিনিস উদ্ধার করা হয় যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয়। তার ঘর থেকে পাওয়া যায় মানুষের চামড়া দিয়ে তৈরি চেয়ার, খুলি দিয়ে বানানো বাটি, মানুষের মুখ দিয়ে তৈরি মাস্ক, এমনকি দেহের বিভিন্ন অংশ দিয়ে বানানো আসবাবপত্রও।

এড গেইন সংখ্যায় বেশি মানুষ হত্যা করেননি, তবে তার অপরাধ ছিল ভয়াবহভাবে বিকৃত। তিনি অন্তত দুজনকে হত্যা করেন, কিন্তু শুধু তাতেই থেমে থাকেননি। স্থানীয় কবরস্থান থেকে মৃতদেহ তুলে এনে তাদের শরীরের অংশ দিয়েই তৈরি করতেন পোশাক, আসবাব আর নানা রকম বস্তু। তার এই ভয়ংকর অভ্যাস ছিল তার মৃত মায়ের প্রতি এক ধরনের বিকৃত ভক্তির প্রকাশ।

এড গেইনের অপরাধ শুধু ইতিহাসেই জায়গা করে নেয়নি, বরং তা সিনেমার পর্দাতেও জায়গা করে নেয়। তার জীবনের এই ভয়ের গল্প অনুপ্রেরণা হয়ে ওঠে Psycho (১৯৬০)-এর নর্মান বেটস, The Texas Chainsaw Massacre (১৯৭৪)-এর লেদারফেস এবং The Silence of the Lambs (১৯৯১)-এর বাফেলো বিল চরিত্রগুলোর জন্য। মানুষের চামড়ার তৈরি সেই চেয়ার আজও এক ভয়াবহ স্মারক—যা মনে করিয়ে দেয়, বাস্তব কখনও কখনও কল্পনার চেয়েও বেশি ভয়ের হতে পারে।

image