শুনলে অবাক হবে??

মধ্যযুগে ফ্রান্সের এক শহরে প্রচলিত ছিল এক অদ্ভুত রীতিনীতি যা শুনলে অবাক না হয়ে উপায় নেই। সেই সময়, বিবাহিত নারীরা চাইতেন তাঁদের স্বামীরা যেন বাইরে ঘোরাঘুরি না করে, ঘরে সময় কাটান এবং তাঁদের প্রতি অনুগত থাকেন। তাই তাঁরা অবলম্বন করতেন এক রহস্যময় কৌশল।

প্রতিদিন সকালে, স্বামীর নাশতায় খুব সামান্য পরিমাণে বিষ মেশানো হতো—মারাত্মক কিছু নয়, তবে এতটাই যাতে ধীরে ধীরে শরীরে অস্বস্তি তৈরি হয়। এরপর সন্ধ্যায়, যখন স্বামী ঘরে ফিরতেন, তখন সেই বিষের প্রতিষেধক মিশিয়ে দেওয়া হতো তাঁর রাতের খাবারে।

কিন্তু এখানে রয়েছে এক নাটকীয় মোড়। যদি কোনো স্বামী বেশি রাত করে ঘরে ফিরতেন, তাহলে প্রতিষেধক খাওয়ার সময়ও পিছিয়ে যেত। ফলে বিষের প্রভাব বাড়তে শুরু করত- বমি ভাব, মাথাব্যথা, দুশ্চিন্তা, শরীর ব্যথা ও ক্লান্তি দেখা দিত। যত দেরি করতেন, তত বেশি ভুগতেন।

কিন্তু যেইমাত্র তিনি ঘরে ফিরে রাতের খাবার খেতেন—কয়েক মিনিটের মধ্যেই শরীর আবার ভালো হয়ে যেত।

তিনি কখনো জানতেন না কেন এমনটা হচ্ছে। তবে সময়ের সাথে সাথে বুঝে গিয়েছিলেন— ঘর মানেই স্বস্তি,
ঘর মানেই আরাম, আর ঘর মানেই স্ত্রী! এভাবেই স্বামীরা ঘরে ফিরতে শুরু করলেন আগেভাগেই, সংসার ও স্ত্রীকে সময় দিতে শিখলেন।

চমৎকার এক কৌশল, তাই না?

image
This page has been loaded 1337 times.