ঘটনাটা আজ থেকে কয়েক বছর আগে আমার মামির সাথে ঘটা। চাকরির সুত্রে আমার মামা ও মামি পুরান ঢাকার একটি বাসায় ভাড়া থাকত। মামার সেই বাসাটার পাশেই একটা ক্লিনিক ছিল। গর্ভবতীদের সন্তান প্রসব এবং এবোরশন করানো হতো সেখানে। অনেকসময় মৃত সন্তান এবং ভ্রুণগুলোকে ক্লিনিকের পাশের ফাঁকা স্থানে ক্লিনিকের আয়ারা পুঁতে দিত।

আমার মামি তখন ৬ মাসের অন্তঃসত্তা ছিল। মামি রোজ ফজরে ঘুম থেকে উঠে নামাজ পরে কুরআন পাঠ করত।



Read more https://www.anuperona.com/unknown-mystery/

ভৌতিক গল্প: 'অজানা রহস্য' | Anuprerona
Favicon 
www.anuperona.com

ভৌতিক গল্প: 'অজানা রহস্য' | Anuprerona

ঘটনাটা আজ থেকে কয়েক বছর আগে আমার মামির সাথে ঘটা। চাকরির সুত্রে আমার মামা ও মামি পুরান ঢাকার একটি বাসায় ভাড়া থাকত। মামার সেই বাসাটার পাশেই একটা ক্লিনিক ছিল। গর্ভবতীদের সন্তান প্রসব এবং এবোরশন করানো হতো সেখানে।