জমজ দুই মেয়ে🤔
একজনের শরীর দুধে-আলতা, আরেকজন ছাই বর্ণের।পরিবারের লোকজন বলাবলি করছে....
" মেয়ে ঘরের লক্ষী।দুই লক্ষী ঘরে এসছে "
" একজন দেখতে এরকম হইলো কেন! "
" এক পেটে থাকলো, দুইজন দুইরকম "
শ্বাশুড়ি বলেন " গায়ের রং কোনো বিষয় না।চামড়া দিয়ে মানুষ বিচার হয় না "
দিন যায়, মাস যায়, বছর যায়।জমজ দুই বোন বড় হয়।একজনের রূপ যথাযথ প্রকাশ পায় তো অন্যজনের রূপে ভাটা পড়ে।দুই নাতনিকে স্নান করিয়ে দাদী ফর্সা নাতনির কপালের এক সাইডে কাজলের ফোঁটা দিয়ে দেন।অন্যজনের কপালে কাজল ছোঁয়ান না।ছোঁয়ার প্রয়োজনও পড়ে না কারণ ফর্সা নাতনির উপর সবার নজর, কালো নাতনিকে কেউ নজর লাগায় না।
আরেকটু বড় হলে মা দুই মেয়েকে নিয়ে দোকান থেকে সাজগোছের প্রসাধনী কিনতে যান।প্রতিবার একসেট প্রসাধনী কেনেন।
দোকানি জিজ্ঞেস করলে
"এক মেয়ের জন্য নিলেন, আরেকজনের জন্য নিবেন না?"
মায়ের জবাব "ওর গায়ের রং ময়লা, ওর সাজগোছ তেমন গুরুত্ব না"
ছোট্ট মেয়ে তখন মাকে জিজ্ঞেস করে
"মা মা, ময়লা তো পঁচা জিনিস।আমার গায়ের রং ময়লা? আমি কি পঁচা?"
মেয়ের এই প্রশ্নের জবাব মায়ের কাছে নেই।শরীরের রং ময়লা হয় না।ময়লা হয় শরীরে থাকা আত্মার😪
🪞শেষ কথা:
❝ ফর্সা ত্বক নয়, স্বচ্ছ মন হোক সৌন্দর্যের মাপকাঠি ❞
❝ সন্তানের গায়ের রং নয়, তার চোখের কান্না দেখুন ❞
❝ আত্মবিশ্বাস গায়ের রঙে তৈরি হয় না, তৈরি হয় ভালোবাসায় ❞
এই ঘটনা থেকে আমরা কী শিক্ষা পাই?
ছবিটি বাস্তব নয়, এআই দিয়ে তৈরি করা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য।