আমরাই হয়ত শেষ প্রজন্ম যারা জোনাকি দেখতে পাচ্ছি।
এমন একটি বেদনাদায়ক পূর্বাভাস দিয়েছেন বিজ্ঞানীরা। ভেজা মাটি, ঝোপঝাড়, পতিত জমি এবং বনাঞ্চল ছাড়া জোনাকি বাঁচতে পারে না। তার ওপর আলোক দূষণ, যার ফলে এরা সঙ্গী খুঁজে পায় না। ফলে দ্রুত বিলুপ্তির পথে চলছে জোনাকি।
বাংলাদেশেও এখন জোনাকি খুব কম দেখা যায়। চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে অল্প কিছু দেখা যায়। বাংলাদেশ বন্যপ্রাণী আইন ২০১২ অনুযায়ী, জোনাকিদের 'বিপন্নপ্রায়' তালিকাভুক্ত করা হয়েছে।
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری