প্রাণীটির নাম অকাপি। দেখতে অদ্ভুত প্রাণীটি।বিভিন্ন গড়ন তার মাঝে;পা জেব্রার মতো ডোরাকাটা,শরীরের আকৃতি হরিণের মতো,আবার জিরাফের নিকট-প্রজাতির বলে মনে হয়!
১৯০১সালের আগে সবাই এটাকে 'জঙ্গলের ভূত' বলে জানতে। বিজ্ঞানীরা প্রথম এ প্রাণীটিকে আবিষ্কার করেন ১৯০১ সালে। প্রাণীটি খুব নিরীহ এবং সচরাচর দেখা যায় না।এর বসবাস মধ্য আফ্রিকার বন-জঙ্গলে। এরা একাকী থাকে এবং গাছের পাতা খেয়ে বেঁচে থাকে।
বিজ্ঞানীরা এটাকে জিরাফের আত্মীয় বলে অভিহিত করেছেন,যেহেতু জিরাফের-ও গড়ন কিছুটা রয়েছে।

Gefällt mir
Kommentar
Teilen