১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত Star Wars: Episode IV – A New Hope-এ লুক স্কাইওয়াকারের ল্যান্ডস্পিডার দেখে মনে হচ্ছিল যেন ওটা ভেসে বেড়াচ্ছে ট্যাটুইনের মরুভূমির বালুর উপর। তবে আপনি জেনে অবাক হবেন যে তখনো CGI (কম্পিউটার গ্রাফিক্স) ছিল না, আর সেই ভাসমান যানের দৃশ্য তৈরি হয়েছিল এক অসাধারণ ট্রিক দিয়ে।

স্পিডারটির চাকাগুলো ঢাকতে ছবির নির্মাতারা স্পিডারের পাশে লাগিয়েছিলেন আড়াআড়ি করে বসানো আয়না। এই আয়নাগুলো মরুভূমির বালুকাময় ভূমির প্রতিফলন ঘটাত। ফলে চাকা চোখে পড়ত না, বরং মনে হতো যানটি বাতাসে ভাসছে!

ভিজুয়াল ইফেক্টের যুগ শুরুর আগেই এমন সৃজনশীলতা দেখিয়েছে Star Wars-এর টিম, যা আজও সিনেমাপ্রেমীদের মুগ্ধ করে।

image
This page has been loaded 8624 times.