উইলিয়াম কামকওয়াম্বা: যে ছেলেটি বাতাসকে বন্ধু বানিয়েছিল
জীবনের সব দরজা যখন বন্ধ, তখনও কিছু মানুষ নিজের মেধা ও দৃঢ়তা দিয়ে নতুন একটি দরজা তৈরি করে। এমনই এক বাস্তব গল্প উইলিয়াম কামকওয়াম্বার; মালাউইর এক দরিদ্র গ্রাম থেকে উঠে আসা এক বিস্ময়বালকের, যে মাত্র ১৪ বছর বয়সে বায়ুশক্তি থেকে বিদ্যুৎ তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছিল।
দারিদ্র্যের কারণে স্কুলে যাওয়ার সুযোগ হারায় উইলিয়াম। তবে হাল ছাড়েনি। স্থানীয় একটি ছোট্ট লাইব্রেরিতে গিয়ে পুরনো বিজ্ঞানের বই পড়ে নিজে নিজে ইঞ্জিনিয়ারিং শিখতে শুরু করে সে।
বাইক ভেঙে পাওয়া অংশ, পুরনো ব্যাটারি, লোহা-টিনের টুকরো- এসব জিনিস দিয়ে সে তৈরি করে এক আশ্চর্য উইন্ডমিল, যা দিয়ে নিজের বাড়িতে প্রথমবারের মতো বিদ্যুৎ নিয়ে আসে উইলিয়াম! তার এই অসাধারণ কাহিনি পরে বই ও সিনেমা হয়ে দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়ে। উইলিয়াম হয়ে ওঠে নতুন প্রজন্মের প্রেরণাদায়ী প্রতীক।
