একজন মানুষ, একটাই প্রাণ, কিন্তু কোটি হৃদয়ের অনুপ্রেরণা সামান কুনান
৩৮ বছর বয়সী সাবেক থাই নেভি সিল ডাইভার সামান কুনান, থাইল্যান্ডের এক গুহায় আটকে পড়া ১২ জন শিশু ও তাদের কোচকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেন।

যখন তিনি বুঝতে পারেন শিশুগুলোর অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে, তখন নিজের অক্সিজেন ট্যাংক তাদের জন্য রেখে দিয়ে তিনি ফিরে যান নতুন ট্যাংক আনতে — কিন্তু আর ফিরতে পারেননি।

তার এই নিঃস্বার্থ আত্মত্যাগের কারণে, বেঁচে যায় সেই ১২টি প্রাণ।
তাঁর মৃত্যু কেবল একটি দুঃখজনক ঘটনা নয়, এটি মানবতার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত।

image