ছেলের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়ার পর...
৭০ বছর বয়সী গঙ্গারাম গত ৩২ বছর ধরে কোনও বেতন ছাড়াই রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করে চলেছেন।
ওনার এই মহৎ কাজের জন্য, একটুখানি শ্রদ্ধা জানিয়ে যাবেন না?
শিক্ষা:
নিজের ব্যক্তিগত কষ্ট বা ক্ষতি থেকেও কেউ যদি সমাজের জন্য কিছু করার পথ খুঁজে নেয়, সেটাই প্রকৃত মানবতা। গঙ্গারামের মতো মানুষরা আমাদের শেখান— ত্যাগ আর দায়িত্ববোধ কেবল কথায় নয়, কাজে প্রকাশ পায়। তিনি প্রমাণ করেছেন, সেবার জন্য সবসময় পয়সা বা পদ প্রয়োজন হয় না—প্রয়োজন হয় মন থেকে কিছু করার ইচ্ছা।
এই মানুষটিকে শুধুই ‘একজন বৃদ্ধ’ বলে এড়িয়ে যাওয়া যায় না—তিনি একজন জীবন্ত অনুপ্রেরণা। তাকে একটুখানি শ্রদ্ধা জানানো মানে, মানবতার প্রতি শ্রদ্ধা জানানো।
Gefällt mir
Kommentar
Teilen