ছেলেটি এখন অষ্টম শ্রেণীতে পড়ে, কিন্তু প্রতিবন্ধী হলেও মেধাবী। প্রতিদিন বাবা তাকে কোলে করে স্কুলে নিয়ে আসে এবং ক্লাস শেষে একইভাবে বাসায় নিয়ে যায়। জানি না আল্লাহ ছেলেটিকে কতদূর নিয়ে যাবে। তবে দোয়া করি সে যেন মানুষের মতো মানুষ হয়ে প্রতিষ্ঠিত হয়। সকলে তার জন্য দোয়া করবেন।

Beğen
Yorum Yap
Paylaş