সতীনের সংসার | ৪র্থ – পর্ব
রাতের খাবার খেয়ে অধরা ঘরে এসে দরজা বন্ধ করে দিলো। কোনোভাবেই তার মাথা থেকে যাচ্ছে না যে তাকে কেন এই চাকরিটা দেওয়া হলো। এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ।
“কে?”
“আমি জেরিন। তুই কি ঘুমাই গেছিস?”
অধরা দরজাটা খুলে বলল, “না। আয় ভিতরে আয়।”
জেরিন ভেতরে এসে বলল, “তুই তো কাল অফিসে যাবি। বিজি হয়ে যাবি অনেক। তাই ভাবলাম আজ তোর সাথে বসে একটু গল্প করে নেয়। তুই কি এখন বিজি নাকি?”
“কই না তো। আয় গল্প করি।”
দুজনে খাটে বসে গেল।
https://www.lovestory-bd.com/10534/
Мне нравится
Комментарий
Перепост