শুরু হোক, নব চেতনার যাত্রা:
বাংলাদেশ ৫০ বছরে আজ ভূপেন হাজারিকার একটি গান খুব বেশী মনে পড়লো-
“উজানে টানে আসে সর্প কি কুমীর,
ভাটিতে খলখল মাছে,
মাঝিরে মুখেতে হাসি নাই কেন,
শুধু চোখের জল মুছে..............।
পার্বত্য চট্টগ্রামের অবাস্থাও কি অবশেষে এ-রকম, বাংলাদেশ স্বাধীনতা ও বিজয় ৫০ বছর এবং কি পার্বত্য চুক্তি দীর্ঘ দুই যুগ পর।
ওই মাঝির মতো পাহাড়ের জীবন। বাইরের অচেনা মানুষের দল ঢুকে যাচ্ছে পাহাড়ের বুক ভেদ করে, সহজ-সরল জুম্ম জাতি থেকে ছলে, বলে কৌশলে কেড়ে নিয়ে যাচ্ছে সব। সব সম্পদ, সব অবলম্বন। পাহাড়ি মানুষের ভূমি, ভাষা, জীবন, আনন্দ, হাসিমুখ, বাচার স্বপ্ন।
মাতৃভাষার চেয়ে মধুর আর কিছু নেই। কিন্তু কী দুঃখের কথা, ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকৃত হয়েছে যে দেশ, সে দেশেই অন্য মাতৃভাষা উপেক্ষিত। দেশের ৫টি আদিবাসীদের মাতৃভাষা বই দিয়েছিল সেই ২০১৭ সালে কিন্তু সংশ্লিষ্ট শিশুরা এখনও পড়তে পাই না নিজ বর্ণমালা।
হে লর্বো!
ভাষা নেই তো সংস্কৃতি নেই, জীবন নেই, নেই কোন অনুভূতি। তাই ভাষার ক্ষেত্রে বড় উদ্যোগ নিতে হবে। সরকারি মুখাপেক্ষা নয়, নিজ উদ্যোগে সমাজের সকলকে এগিড়ে আসতে হবে।

image
This page has been loaded 56101 times.