মিলানকে এক পয়েন্ট উপহার দিলেন ইব্রা, ভেনেজিয়ার সাথে ড্র করলো জুভেন্টাস
স্পোর্টস রিপোর্ট : জ্লাটান ইব্রাহিমোভিচের শেষ মুহূর্তের গোলে উদিনেসের সাথে সিরি-এ লিগে শেষ পর্যন্ত ১-১ ব্যধানে ড্র করে মাঠ ছেড়েছে এসি মিলান। ৯২ মিনিটে ইব্রাহিমোভিচের দুর্দান্ত গোলে মিলান এক পয়েন্ট উপহার পায়। এই ড্রয়ের পরেও নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে মিলান। অন্য ম্যাচে ভেনেজিয়ার সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে জুভেন্টাস। ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে জুভেন্টাস এখন শীর্ষ চারের অবস্থান থেকে দুই পয়েন্ট পিছিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। ইনজুরি আক্রান্ত মিলানের জন্য অবশ্য এই এক পয়েন্ট অর্জনই বড় পাওনা ছিল। মূল একাদশে খেলা সেন্টার-ব্যাক সাইমন কায়ের দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন। ফরোয়ার্ড অলিভার গিরুদ, রাফায়েল লিও ও আন্তে রেবিচও রয়েছেন সাইডলাইনে। সপ্তাহের মাঝামাঝিতে লিভারপুলের কাছে বিধ্বস্ত হয়ে ইউরোপ থেকে বিদায় নেবার পর কাল আরো একটি বাজে পারফরমেন্সে কোনমতে রক্ষা পেয়েছে স্টিফানো পিওলির দল। ম্যাচ শেষে মিলান বস বলেছেন, ‘ছেলেরা নিজেরাই জানে আজ তারা কেমন খেলেছে। এটা মোটেই তাদের সেরা পারফরমেন্স না। আমাদের অবশ্যই এর থেকে বেরিয়ে আসতে হবে। ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচগুলোতে নিজেদের সেরাটা উপহার দেয়াই এখন মূল চ্যালেঞ্জ।’ অন্তর্র্বতীকালীন কোচ গাব্রিয়েল সিওফির অধীনে উদিনেস কাল প্রথম মাঠে নেমেছিল। ঘরের মাঠে ১৬ মিনিটেই বেটোর গোলে স্বাগতিক উদিনেস এগিয়ে যায়। মাইক মেইগনান বেটোর প্রথম প্রচেষ্টাটি রুখে দিলে ফিরতি শটে আর কোন ভুল করেননি ২৩ বছর বয়সী এই পর্তুগীজ ফরোয়ার্ড। ম্যাচের একেবারে শেষভাগে বেটোর শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে না গেলে উদিনেস হয়ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো। উল্টো ইব্রাহিমোভিচের গোলে ইনজুরি টাইমে জয় বঞ্চিত হয়েছে স্বাগতিকরা। ভেনেজিয়ার মাঠে বিরতির পর ৯ মিনিটের মধ্যে কার্লিং লো ড্রাইভে গোল করে মাত্তিয়া আরামু ভেনেজিয়ার হয়ে দারুন এক পয়েন্ট উপহার দেন। মৌসুমে এটি ১৬ বছর বয়সী ইতালিয়ান ফরোয়ার্ডের পঞ্চম গোল। এর আগে আলভারো মোরাতার গোলে ৩২ মিনিটে এগিয়ে গিয়েছিল জুভেন্টাস। এই ড্রয়ে ১৭ ম্যাচে ১৬ পয়েন্ট অর্জন করা ভেনেজিয়া রেলিগেশন জোন থেকে ৬ পয়েন্ট দুরে থাকলো। দিনের শুরুতে আরেক ম্যাচে নতুন দল সালেনিতানাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ফিওরেন্টিনা। এই জয়ে ফিওরেন্টিনার থেকে দুই পয়েন্ট পিছিয়ে টেবিলের ষষ্ঠ স্থানেই রয়েছে জুভেন্টাস । ম্যাচের ১২ মিনিটেই আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা ডান হাঁটুর ইনজুরিতে পড়ে মাঠ ত্যাগ করলে জুভেন্টাসের দূর্ভাগ্য শুরু হয়। বুধবার মালমোর বিপক্ষে জুভেন্টাসের ১-০ গোলের জয়ের ম্যাচটিতে দিবালাকে প্রথমার্ধের পর বদলী বেঞ্চে পাঠিয়ে দিয়েছিলেন কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। ম্যাচ শেষে জুভেন্টাস বস আলেগ্রি বলেছেন, ‘আমি খুবই চিন্তিত। তাকে নিয়ে এই মুহূর্তে কোন ধরনের ঝুঁকি নিতে চাচ্ছিনা। বুধবার সামান্য পেশীর সমস্যার কারনে তাকে মাঠ থেকে উঠিয়ে নিয়েছিলাম। মনে করেছিলাম সে ভালই আছে। কিন্তু আজ আবারো নতুন করে ইনজুরিতে পড়তে হলো। সালেনিতানার বিপক্ষে গতকাল দুই গোল করে এবারের মৌসুমে সর্বোচ্চ গোলের তালিকায় ১৫ গোল নিয়ে শীর্ষে উঠে এসেছেন ফিওরেন্টিনার ২১ বছর বয়সী সার্বিয়ান এ্যাটাকার ডুসান ভøাহোভিচ। ঘরের মাঠে স্তাতির আরটেমিও ফ্রাঞ্চিতে ৩১ মিনিটে গিয়াকোমো বোনাভেঞ্চুরার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ভøাহোভিচ। ম্যাচ শেষের ৬ মিনিট আগে রিকার্ডো সোত্তিলের লো ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল পূরণ করেন এই সার্বিয়ান তরুন। শেষ মিনিটে ইউসেফ মালেহ আরো এক গোল করলে বড় জয় পায় ফিওরেন্টিনা।