তারা মরতেও চায় আবার যন্ত্রণাও পেতে চায় না! সত্যিই কি যন্ত্রণা বিহীন সুইসাইড করা সম্ভব?। তাদের দাবি তারা এমন এক সুইসাইড পট বানিয়েছে যা এক মিনিটের মধ্যে যন্ত্রণা বিহীন মৃত্যু দিবে। 
. 
কিন্তু এখানে প্রশ্ন তারা কাকে দিয়ে সুইসাইড করিয়ে টেস্ট ড্রাইভ করালো? সে কি ফিরে এসে বা সপ্নে বলেছে ওয়াও আমি মারা গেলেম কিন্তু একটুও যন্ত্রণা পেলাম না!। 
. 
অথচ মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে! যত যাতাজাতি করো লাভ হবে না। মহান আল্লাহ তো বলেই দিয়েছেন, 
وَ جَآءَتۡ سَکۡرَۃُ  الۡمَوۡتِ بِالۡحَقِّ ؕ ذٰلِکَ مَا کُنۡتَ مِنۡہُ  تَحِیۡدُ ﴿۱۹﴾  
আর মৃত্যুর যন্ত্রণা যথাযথই আসবে। যা থেকে তুমি পলায়ন করতে চাইতে। [ক্বা-ফ, ১৯] 
. 
সয়ং রাসূলুল্লাহ (সঃ)-এর যখন মৃত্যুযন্ত্রণায় মূৰ্ছিত হয়ে যাওয়ার অবস্থা হয় তখন তিনি চেহারা মুবারক হতে ঘাম মুছতে মুছতে বলেনঃ “সুবহানাল্লাহ! মৃত্যুর বড়ই যন্ত্রণা!” 
. 
হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি আমার পিতা আবু বকর (রাঃ)-এর মৃত্যুর সময় তাঁর শিয়রে বসেছিলাম। তিনি মূৰ্ছিত হয়ে পড়েছিলেন। তখন আমি নিম্নের ছন্দটি পাঠ করলাম, 
“যার অশ্রু থেমে আছে, ওটাও একবার টপ টপ করে পড়বে।” 
তখন তিনি মাথা উঠিয়ে বললেন, হে আমার প্রিয় কন্যা! তুমি যা বললে তা নয়, বরং আল্লাহ যা বলেছেন এটা তা-ই। তা হলো, 
“মৃত্যুযন্ত্রণা সত্যই আসবে; এটা হতেই তোমরা অব্যাহতি চেয়ে আসছে।” (৫০:১৯)
		
 
											 
			 
			 
			 
			 
			