প্লেটো জ্ঞানী লোকদেরকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন এবং এ ক্ষেত্রে প্লেটো আরো একধাপ এগিয়ে জ্ঞানীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, জ্ঞানীরা রাজনীতি না করলে দুর্জনের রাজনীতি অনিবার্য হয়ে পড়ে এবং জ্ঞানীদের ওপর তখন দুর্জনরা কর্তৃত্ব চালাতে থাকে।

This page has been loaded 45559 times.