ক্ষনিকের এ জীবনে পথ চলছি,
কিছু সুখ বেশি দূঃখ কষ্ট নিয়ে
অভিমান নেই কোনো কিছুতে আমার
চোখ বুজলেই যদি পাই তোমাকে।