Facebook. YouTube সবাই তো ব্যাবহার করি, কিন্তু কয়জনে Facebook. YouTube ব্যাবহার করে আয় করতে পারে দেশ এবং বিদেশ থেকে , আজকে এমনই একটা প্লাটফর্ম নিয়ে কথা বলব যেখানে কাজ করে সবাই আয় করতে পারে
#dxn direct selling company
আজকের টপিকঃ ছাত্র ছাত্রী এবং গৃহিণী
#স্কুল কিংবা কলেজ সকল স্তরের ছাত্র-ছাত্রীদের কিছু Extra Pocket Money এর প্রয়োজন হয়। এই অল্প টাকা দিয়েই সে তার নিত্য প্রয়োজনীয় ছোট খাটো ইচ্ছে এবং প্রয়োজন মিটিয়ে নিতে পারে। তাছাড়াও স্বাভাবিকভাবে এখনের জেনারেশনের ছাত্র/ছাত্রীদের Smartphone, Gaming consoles, Cool cloths ইত্যাদি লাগেই। এ গুলো তাদের চলার পথকে আর Smart এবং সুগম করে।
এই ছোট খাটো ব্যাপারগুলো অনেক সময় আপনার ফ্যামেলির কাছ থেকে চেয়ে নিতে পারবেন না। এই জন্য আপনি যদি অল্প সময় ব্যয় করে অনলাইন হতে কিছু টাকা আয় করে নিজের প্রয়োজন নিজেই মিটাতে পারেন, তাহলে নিজেকে যেমন আত্ম নির্ভরশীল মনে হবে তেমনি প্রয়োজন গুলোও মিটে যাবে।
#তাছাড়া অনেক গৃহিনী আছেন যাদের বাসায় বসে থাকা ছাড়া কোন কাজই থাকে না। তারা বেশীরভাগ সময় ব্যয় করে ফেইসবুকে বন্ধুদের সাথে চ্যাট করে। আপনি অযথা এই সময় ব্যয় না করে যদি নিজেই কিছু প্রয়োজন মিটাতে পারেন বা অল্প আয় করতে পারেন তাহলে দোষের কি??
আমি নিজেও একজন গৃহিণী। আমার সাংসারিক কাজের ফাকে অবসর সময়টুকু কাজে লাগিয়ে আমি আমার সফলতার সিঁড়ি পেরোচ্ছি। কিছু আয় করতে সক্ষম হচ্ছি।
চাইলে একই ভাবে কাজ করে আপনারাও স্বাবলম্বী হতে পারেন। তার জন্য আপনাকে আপনার অবসর সময়টুকু কাজে লাগাতে হবে। এবং আপনার এই অবসর সময়টুকু কাজে লাগিয়ে যেখান থেকে আপনিও ইচ্ছা করলে কিছু পয়সা উপার্জন করে নিতে পারবেন।
সুতরাং দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে।
আসুন আমরা সকলে মিলে কাজ করি সকলের সফলতার জন্য।
চাইলে আপনি বিশ্বের যেকোন দেশ থেকে ফ্রি জয়েন্ট করে কাজ করতে পারেন। https://eworld.dxn2u.com/s/accreg/en/8220171184

image