Adjective শেখার সহজ কিছু উপায়!

Adjective হচ্ছে এমন কিছু শব্দ যা noun এর বিভিন্ন অবস্থা বা গুণ বুঝায়। এটা আমরা প্রায় সবাই জানি। কিন্তু কী কী পদ্ধতি অবলম্বন করলে সহজে Adjective শেখা যাবে সেটা নিয়ে আজ আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক…

১. Adjective শেখার সময় ধরণ বা ক্যাটাগরি বাছাই করে শিখুন। যেমন, বিভিন্ন shape বা বিভিন্ন color. একই ধরণের ওয়ার্ড এক সাথে শিখে নিলে মনে থাকার প্রবণতা থাকবে বেশি এবং মজায় মজায় মনে রাখা যাবে। যেমন,

A. Up and Down
B. One/Many, Sizes (small, medium, big)
C. Different Colors (red, blue, etc.)
D. Superlatives (big, bigger, biggest), Time Concepts, Thin, Whole.
E. Opposites, Left/Right
F. Number Concepts

২. মনে রাখুন উদাহরণ দিয়ে। যখনই কোনো adjective word শিখতে যাবেন, তখন তার সাথে সাথে বাস্তব বিভিন্ন example বা উদাহরণও আয়ত্ত করে নিতে পারেন। এতে সেই শব্দের use case মনে থাকবে ফলে adjective টির ব্যবহারও মনে থাকবে। যেমন,

A. He is a fast driver.

B. I met a homeless person in Dhaka.

C. Officials shared some important news.

D. That phone is mine. You can’t look without permission.

E. Ancient, precious coins are exhibited in this museum.

F. What a delicious taste of this apple.

G. I have got a little money, it is enough to buy this book.

H. My dog has blue eyes and fluffy skin.

৩. Fill in the blanks! হ্যাঁ, ঠিকই শুনেছেন। Fill in the blanks প্র্যাক্টিস করে সহজে adjective শেখা যায়। এতে আপনার adjective এর স্কিল এর সাথে সাথে ওয়ার্ড ডেভেলপমেন্ট স্কিলও বৃদ্ধি পাবে।

এখন চলুন, ছটপট এই বাক্যগুলো শুদ্ধ adjective দিয়ে পূরণ করতে পারেন কি না, দেখা যাক!

A. What is the …………..news? (latest, last)

B. There is ………..milk in this glass than that. (fewer, less)

C. The …………bank is two miles from here. (next, nearest)

D. Shyam is ……………..than Mohan. (elder, older)

E. The …………..chapters of this book are very difficult. (two first, first two)

৪. বানিয়ে ফেলুন adjective bank! বেশ সহজেই কিন্তু আপনি adjective মনে রাখতে পারবেন যদি থাকতে আপনার কাছে একটা adjective bank, তবে হ্যাঁ, এটা কিন্তু আপনার নিজের তৈরি হতে হবে। কেন জানেন? আপনি যেহেতু লিখেছেন, এই শব্দগুলো আপনার মাথায় থাকবে দীর্ঘক্ষণ। এখন প্রশ্ন আসে কোন কোন শব্দ দিয়ে শুরু করতে পারবে? চলুন কিছু উদাহরণ দেখে নেওয়া যাক!

Beautiful, old, new, small, taller, worse, well-behaved, ashamed, attractive, average, cloudy, clumsy, colorful, envious, evil, excited, etc.,

এভাবে খুব সহজেই বেশি বেশি করে প্র্যাক্টিস করে শিখে নিতে পারবেন English Adjectives!

image