মানবিক সাহায্যের জন্য আবেদন
রাজশাহী নার্সিং কলেজের ৯ম ব্যাচের ছাত্রী মরিয়ম খাতুন
পিতাঃ আব্দুল মালেক,বাসাঃ রানীনগর,নওগাঁ।
Crohn's Disease এ আক্রান্ত হয়ে গত ৩ বছর ধরে রাজশাহী,নওগাঁ, ঢাকাতে চিকিৎসাধীন ছিলো।তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চেন্নাই(ইন্ডিয়া) নেওয়া হয়।পরবর্তীতে দেশে নিয়ে আসলে তার মেডিসিনের সাইড ইফেক্ট বেড়ে অবস্থার অবনতি হয়। এখন এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্যে তাকে আবারও ইন্ডিয়া নেওয়া জরুরি প্রয়োজন।
এমতাবস্থায় তার পরিবারের একার পক্ষে চিকিৎসার ব্যায়ভার বহন করা খুবই কষ্টসাধ্য।
তাই আসুন না সবাই মিলে সহযোগিতার হাত বাড়াই।
মরিয়ম এর পাশে দাঁড়াই,
ওকে আবার মানুষের সেবা করার সুযোগ দিই।
আল্লাহ যেন মরিয়ম কে সুস্থ করে তোলে।
কেউ সাহায্য করতে চাইলে এই নাম্বার এ যোগাযোগ করবেনঃ
Bkash1965130639 (Mehedi)
01521314419 (Mukut)
DBBL: 015213144192 (Mukut)
Nogod1648535875 (Nila)
01648222779(Nahida)

image
image