৩০ জানুয়ারি থেকে ফাজিল পরীক্ষা হচ্ছে না
ঢাকা অফিস : আগামী ৩০ জানুয়ারি থেকে ২০২০ সালের ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল (স্নাতক) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির অধীনে ফাজিল ১ম, ২য়, ও ৩য় বর্ষের নিয়মিত-অনিয়মিত-প্রাইভেট-রিটেইক-মনোন্নয়ন পরীক্ষার জন্য সংশোধিত রুটিন প্রকাশ করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেও পরীক্ষা চালু রাখতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি নির্দেশনার কথা জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলো।
Napa Extra
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?