"বেহিসেবী এই জীবন
এভাবেই কেটে যায়
প্রাপ্তিহীনতার কষ্ট
সময়ের হিসেব রেখে যায়
এক রাশ অপ্রাপ্তি নিয়ে
বেড়ে উঠে কারো সংশয়
পরাজিত স্বপ্নের কাছে
বেঁচে থাকা মিথ্যে হয়
এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়..."