সমাজ নানা ব্যাধিতে আক্রান্ত......
কেউ মার্স্টাস পাশ করে ভাতের বিনিময়ে কাজ চায়!
কেউ পারিবারিক হতাশায় নিজের পিস্তলে আত্যহত্যা করছে!
ছোট ছোট শিশুরা ডাস্টবিনের ময়লা খাচ্ছে!
যুবকের দল জুয়ায়, নেশায় আসক্তি বাড়াচ্ছে!
শিক্ষা এখন যাদুঘরে বন্ধি আছে,
করোনা মহামারি মানুষকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে!
দ্রব্যসামগ্রীর দাম বাড়ছে, ইনকাম কমছে;
বেকারত্বের সংখ্যা শতভাগ বাড়ছে,
পুঁজিবাদের জয়লাভ হচ্ছে,
মানুষ সভ্যতার মাথা খাচ্ছে ,
উলঙ্গ বানর মানুষকে শাসন করছে!!
সত্য বললে মৃত্যু হচ্ছে!
চামচা আর চাটুকারের দাম বাড়ছে!
সমাজের এখন বেহাল দশা চলছে!
মানুষের সাথে দূরত্ব বাড়ছে......!
আত্মীয়তার বন্ধন সরে যাচ্ছে,
বন্ধুত্ব নষ্ট হচ্ছে,
কথার দাম নেই বললেই চলে,
আমি নষ্ট তুমিও নষ্ট,
আমাদের মাথাটাও পচে গেছে!
বিবেক এখন নষ্টদের ব্রেনেই রয়েছে!!!