মানুষ মানুষের জন্য, তবে কেন এত হানাহানি?
আসলেও কী আমরা একে অপরকে ভালবাসি?
আমাদের মুখের কথা, আর অন্তরের কথা এক নয়।
যাদের মুখের কথা ও অন্তরের কথায় ফারাক আছে, তারাতো আসলেও মানুষ নয়,কপট প্রতারক বটে।
আসলে মানুষ হওয়াটা খুবই কষ্টকর বিষয়,
বিদ্যা হজম করে বড় বড় সার্টিফিকেট পাওয়া সহজ
কিন্তু মানুষ নামক সার্টিফিকেট পাওয়া খুব দূরহ ব্যাপার।
তাই এই বিষয়ে ছাত্রের আসন প্রায় শূন্যের কোঠায়।
আর এই সাবজেক্টের সেমিষ্টার দোলনা হতে কবর পর্যন্ত। কেহ কেহ চেষ্টা করে কবরে যাওয়ার আগে পাশ করে মানুষ নামক সার্টিফিকেট অর্জন করতে পারে। আবার কেহ কেহ পাশ না ও করতে পারে।
যারা পাশ করে মানুষ, হয়, তাদেরকেই বলা হয় মানুষ মানুষের জন্য।
お気に入り
コメント
シェア