জারিফ নামে এক সুদর্শন বুয়েটিয়ান আজিমপুরে টিউশনি করায়। ছাত্রের এক সুন্দরী বড় বোন ঢাকা
ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ে।
ছাত্রের মা ইদানীং নাস্তা পানি নিয়ে আদর করে খাওয়ায় আর সুদর্শন বুয়েটিয়ানের সাথে গল্প করে। কেমন যেন শাশুড়ি শাশুড়ি একটা ব্যাপার!😂
এক সন্ধ্যায় ছাত্রের মা নাস্তা দিয়েছে। হঠাৎ উনি বললেন "আমার কিন্তু তোমাকে খুব পছন্দ, বুয়েটে পড়ো কিন্তু অনেক বিনয়ী। আর আমার মেয়ে টা কে দেখো পড়াশুনায় মন নাই। ওকে বিয়ে দিয়ে দিব। ইঞ্জিনিয়ার হলে খুব ভালো হয়। বুয়েট হলে তো কথাই নাই"!☺️
বুয়েটিয়ান জামাই জামাই ভাব নিয়ে লাজুক কন্ঠে বলে,
"ইয়ে আন্টি আমিতো ফাইনাল ইয়ারে। আমাকে সময় দেন"!! 🙈
আন্টি অদ্ভুত হাসি দিয়ে বললো, "সময় লাগবে ক্যানো বুয়েটের কতো বড় ভাইরা তোমার পরিচিত। খুজে দেখো! ফাইনাল ইয়ারে ঘটকালি করা নিষেধ নাকি?🙄
#জীবন_মানেই_বেদনার