খুব বেশিদিন আগের কথা নয় নব্বই (৯০) দশক পর্যন্ত মানুষ তাদের সুপেয় পানির চাহিদা পূরণ করত গভীর কূপ বা কুয়া থেকে। সময়ের আবর্তনে এখন একমাত্র সুপেয় পানির উৎস কূপ বা কুয়াগুলো হারিয়ে বিলীন গেছে, যা এখন শুধুই স্মৃতি। এখন আর পাড়ায় পাড়ায় অথবা বাড়ি বাড়ি কুয়া দেখতে পাওয়া যায় না। অথচ কিছুদিন আগেও যেসব পাড়ায় বা বাড়িতে কুয়া ছিল, এখন সেখানে টিউবওয়েল অথবা সাবমার্সিবল পাম্প রয়েছে।
.
Time: 05.26 PM
Date: 03-03-2017
Location: Melandaha,Jamalpur
#iStudio_Photography
Like
Comment
Share