--------------------- সংশোধিত বিজ্ঞপ্তি-----------------------------
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল কেন্দ্রে ১২ থেকে১৮ বয়ঃপ্রাপ্ত শিক্ষার্থীদের অনিবার্য কারণে 12/02/2022 এবং 13/02/2022 এর পরিবর্তে13/02/2022(রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এর শিক্ষার্থী) এবং 15/02/2022(অন্যান্য স্কুল) তারিখ সকাল ৯ঃ০০ হতে কোভিড-১৯ ভ্যাকসিন এর ২য় ডোজ প্রদান করা হবে। যথাসমযে স্কুলে উপস্থিত হয়ে ভ্যাকসিন গ্রহণের জন্য বলা হচ্ছে।
অধ্যক্ষ
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল