Betrachten
Veranstaltungen
Blog
Markt
Seiten
mehr
laden Sie mehr
Sie können die Artikel kaufen, möchten Sie fortfahren?
SHOHORAB HASAN AKASH
অফিস আদেশে বলা হয়, ‘প্রাথমিক বিদ্যালয় ই-ব্যবস্থাপনা’ সফটওয়ারে ২০২২ শিক্ষাবর্ষের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাঠ্যবইয়ের বিদ্যালয়ভিত্তিক চাহিদা আগামী ২১ জুনের মধ্যে এন্ট্রি করার অনুরোধ জানানো হয়েছিল। পরে যেসব উপজেলা/থানা নির্ধারিত তারিখের মধ্যে এন্ট্রি শতভাগ সম্পন্ন করতে পারেনি তাদের শতভাগ এন্ট্রি সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়।
আদেশে আরও জানানো হয়, অচিরেই ২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যবই সরবরাহ কাজ শুরু হতে যাচ্ছে। পাঠ্যবই সরবরাহ কাজ শুরুর আগেই পাঠ্যবইয়ের চাহিদা সংক্রান্ত তথ্য শতভাগ এন্ট্রি সম্পন্ন করা আবশ্যক। এমতাবস্থায় এখন পর্যন্ত যেসব উপজেলা/থানা এন্ট্রি কাজ সম্পন্ন করেনি তাদের আগামী ২ আগস্টের মধ্যে শতভাগ সম্পন্ন করার জন্য আবারও অনুরোধ জানানো হলো।
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?