Betrachten
Veranstaltungen
Blog
Markt
Seiten
mehr
laden Sie mehr
Sie können die Artikel kaufen, möchten Sie fortfahren?
SHOHORAB HASAN AKASH
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্মদ।
এর আগে গতকাল বুধবার দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে ‘বৃহস্পতিবার ৪১ তম বিসিএস প্রিলির ফল প্রকাশ করা হতে পারে’ মর্মে সংবাদ প্রচার করা হয়। তবে আজ ৪১তম বিসিএসের প্রিলির ফল প্রকাশের কোনো সম্ভাবনা নেই বলে পিএসসি’র একাধিক সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।এ প্রসঙ্গে নূর আহ্মদ বলেন, আজ ৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশ করা হচ্ছে না। আমরা রেজাল্ট প্রস্তুত করে ফেলেছি। আগামী সপ্তাহে কমিশনের বৈঠকে ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এরপর ফল প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ৪১তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ দেয়া হবে শিক্ষা ক্যাডারে। এই বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, সাধারণ ক্যাডারে ৬৪২ জন প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন। সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জনকে নিয়োগ দেয়া হবে।
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?